গ্রামের মসজিদে সানি জামাত করা যাবে কি যাবে না। Village masjid.

*গ্রামের মসজিদে সানি জামাত করা যাবে কি যাবে না*⬇️

গ্রামের মসজিদে সানি জামাত করা যাবে কি যাবে না*


🏭মসজিদ সাধারণতোঃ দুই ধরণের...গ্রামের হোক বা শহরের হোক। যথা-⤵️


✳️১) স্থানীয় মসজিদ।


✴️২) চলাচলের রাস্তায়, যানবাহনের স্টপিজ ইত্যাদি স্থানের মসজিদ।


*১ম প্রকার মসজিদের বিধান!* স্থানীয় মসজিদ গুলোতে যদি তাতে নির্ধারিতো ইমাম থাকে, তাহলে স্থানীয় লোকজনের জন্য নিয়োমিতো দ্বিতীয় তৃতীয় জামাত করে নামায পড়া মাকরূহ। এতে করে মসজিদে প্রথম জামাতের গুরুত্ব কমে যায়।


❇️কিন্তু কখনো কোনো দৈব কারণে স্থানীয় কতিপয় নিয়োমিতো মুসল্লিদের প্রথম জামাত ছুটে যায়, তাহলে তারা প্রথম জামাত যেখানে আদায় হয়েছে, তার চেয়ে একটু সরে এসে দ্বিতীয় জামাত পড়তে পারে। কিন্তু এটাকে কিছুতেই নিয়োমিতো অভ্যাসে পরিণতো করা যাবে না।

 মসজিদে সানি জামাত করা যাবে কি যাবে না

❇️কিন্তু উক্ত মসজিদে যদি কোনো মুসাফির দল আসেন, কিংবা অন্য এলাকার বেশ কিছু লোকজন আসেন, এসে দেখেন মসজিদের নিয়োমিতো জামাত হয়ে গেছে, তাহলে তাদের জন্য দ্বিতীয় জামাত করার অনুমতি রয়েছে।


*২য় প্রকার মসজিদের বিধান* এসব মসজিদে দ্বিতীয় জামাত করাতে কোনো সমস্যা নেই। যদিও তাতে নির্ধারিতো ইমাম থাকে। যেহেতু এখানে মুসাফির, কিংবা দ্রুত স্থানান্তর হতে হবে এমন যাত্রীগণ থাকেন, তাই এসব স্থানে দ্বিতীয় জামাত হওয়াতে কোনো সমস্যা নেই।


❇️তবে যদি নির্ধারিতো ইমাম না থাকে, তাহলে সর্ব সূরতে দ্বিতীয় জামাত পড়াতে কোনো সমস্যা নেই।


📚উপরোক্ত বিস্তারিতো বিবরণের আলোকে আপনার কী করা উচিত? তা আশা করি নিজেই বের করে নিতে পারবেন।🔚

গ্রামের মসজিদে সানি জামাত করা যাবে কি যাবে না

আরও দেখুন :

ইসলামে শিক্ষকের মর্যাদা ও গুরুত্ব।The importance of teaching Islam.

Post a Comment

0 Comments