✳ একজন মুসলমানের ওপর কতো বছর বয়েস হলে নামাজের আদেশ আসে এবং কতো বছর বয়েসে নামাজ ফরজ হয়✳⬇️
📚রাসূল (সাঃ) বলেছেন, 'সাত বছর বয়স হলে তোমরা তোমাদের সন্তানদের নামাজের জন্য নির্দেশ দাও। বয়স *১০ বছর হলে (নামাজ না পড়লে) তাদের প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও।(মুসনাদে আহমদ : ৬৭৫৬)।
✅সাত বছর বয়েসে নামাজের নির্দেশ দেওয়া হবে, *১০ বছর বয়েসে প্রহার করা হবে এবং বালেগ বা প্রাপ্তবয়স্কো হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। বিভিন্ন আলামত প্রকাশ বা বয়স *১৫ হলে বালেগ হয়েছে বলে ধরে নেওয়া হবে।
✅ছেলে ও মেয়ে উভয়েরই বয়ঃপ্রাপ্ত হওয়ার সময় থেকে নামাজ ফরজ হয়। ছেলেদের বেলা এর নিদর্শন নানাভাবে প্রকাশিতো হয়। তন্মধ্যে স্বপ্নদোষ অন্যতম। মেয়েদের বয়ঃসন্ধির বিভিন্ন নিদর্শন আছে। প্রধান নিদর্শন হলো মাসিকস্রাব। এ নিদর্শন প্রকাশ হওয়ার পর নামাজ ফরজ হয়ে যায়। অবশ্য এসব নিদর্শনের কাছাকাছি সময়ে নামাজ কঠোরভাবে চর্চা শুরু করা কর্তব্য। কেনোনা, একদিনে নামাজী হওয়া যায় না। আগে থেকে শুরু করলে ফরজ হওয়ার পর কোনো অবহেলা করার সুযোগ থাকে না। কোনো ছেলে মেয়ের যদি স্বাভাবিক নিদর্শন প্রকাশে অস্বাভাবিক দেরী হয়, তাহলে মেয়েদের ১২/১৩ বছর ও ছেলেদের ১৫ বছর থেকে বয়ঃপ্রাপ্ত ধরার হুকুম রয়েছে।🔚
একজন মুসলমানের ওপর কতো বছর বয়েস হলে নামাজের আদেশ আসে
0 Comments