পরকালে নাজাতের পথ কোনটি ?Which is the way of salvation?

           নাজাতের পথ

 

নাজাতের পথ

*পরকালে নাজাতের  উপায়সমূহ *⬇️

নবী আকরাম *(সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম)* এর একটি হাদীস পাঠ করেছি। খুব সংক্ষেপে এর উপর কিছু কথা আরজ করছি।⏬


📚সাহাবী হযরত উকবা ইবনে আমির (রাযি:) বলেন-⤵


*"قلت: ما النجاة يا رسول الله!"*


‘‘আমি আল্লাহর রাসূল *(সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম)*-এর কাছে আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ্! নাজাতের উপায় কী?’’


‘নাজাত’ অর্থ ধ্বংস থেকে মুক্তি পাওয়া, আযাব থেকে রক্ষা পাওয়া। নাজাত দুনিয়াতেও প্রয়োজন, আখেরাতেও প্রয়োজন। দুনিয়াতে নাজাত হচ্ছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকা, সব ধরনের গোমরাহী থেকে মুক্ত থাকা, পার্থিব ক্ষতিসমূহ থেকে মুক্ত থাকা। আর আখিরাতের নাজাত হচ্ছে আল্লাহ্ তা'আলার আযাব ও গযব থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া।⏬

নাজাতের পথ

☝আল্লাহ্ তা'আলা সাহাবায়ে কেরামের উপর তাঁর অশেষ রহমত নাযিল করুন তাঁদের বিভিন্ন প্রশ্নের কারণে কুরআন মজীদের অনেক আয়াত নাযিল হয়েছে এবং আল্লাহর রাসূল *(সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম)* থেকে মূল্যবান নির্দেশনা এসেছে। ফলে আমাদের জন্য ইলমের আমলের অনেক দরজা উন্মুক্ত হয়েছে।⏬


📗কুরআন মজীদে অনেক জায়গায় আছে-⤵


*يسئلونك*


‘‘তারা আপনাকে জিজ্ঞাসা করে।’’ এরপর সে জিজ্ঞাসা উল্লেখ করে কুরআন মজীদ তার জবাব দিয়েছে।⏬


📚এ হাদীসে হযরত উকবা ইবনে আমির (রাযি:) এর জিজ্ঞাসার জবাবে আল্লাহর রাসূল *(সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম)* তিনটি কথা বলেছেন, যা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগের সাথে শোনা দরকার।⏬

নাজাতের পথ

*প্রথম কথা:*


*أملك عليك لسانك*


তোমার যবানকে তোমার নিয়ন্ত্রণে রাখো।


❇অর্থাৎ যা বলতে হয় চিন্তা-ভাবনা করে বলো। মনে রেখো, যা কিছু বলবে তার ফলাফল তোমার কাছে ফিরে আসবে। যা কিছু বলবে তা তোমার আমল নামায় সংরক্ষিত থাকবে। মুখ থেকে বের হওয়া এক এক শব্দ-বাক্যের হিসাব কিয়ামতের দিন দিতে হবে। কুরআন মজীদের ইরশাদ-⤵


*ما يلفظ من قول إلا لديه رقيب عتيد*


‘মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।’ *[সূরা ক্বফ ৫০ : ১৮]*⏬


⭕একইভাবে চিন্তা করো, এ কথার ক্ষতির দিকগুলো কী। যদি কথাটা এমন হয় যে, এর দ্বারা কেউ কষ্ট পেতে পারে, কারো হক নষ্ট হতে পারে তাহলে তা বলা থেকে বিরত থাকবে। অন্যায়ভাবে কারো দোষারোপ করা হলে, মিথ্যা বলা হলে, গীবত-শেকায়েত করা হলে এতে যেমন গুনাহ হবে তেমনি বান্দার হকও নষ্ট করা হবে। এ শুধু তওবা দ্বারা মাফ হবে না। যাকে কষ্ট দেওয়া হয়েছে, গালি দেওয়া হয়েছে, অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে, গীবত করা হয়েছে, তার কাছে মাফও চাইতে হবে। মাফ না চেয়ে শত তওবা করলেও কাজ হবে না। আল্লাহ নিজের হক মাফ করেন, বান্দার হক মাফ করেন না।⏬

নাজাতের পথ

🍁আর সাধারণত ঝগড়া-বিবাদ মুখের অসাবধানতার কারণে হয়। একজন একটি কড়া কথা বললো, আরেকজন আরো কড়া জবাব দিলো। এরও রাগ চড়ে গেলো, ওরও।⏬


👫স্বামী-স্ত্রীর মাঝে যে ঝগড়া-বিবাদ হয় তা-ও সাধারণত যবানের অসাবধানতার কারণে হয়। যবানের কারণে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, সম্পর্ক নষ্ট হয়। এমনকি একের দ্বারা অন্যের জান-মালের ক্ষতি হয়। তো আল্লাহর রাসূলের নির্দেশনা-যবানকে নিয়ন্ত্রণে রাখো, কথার বিষয়ে সাবধান থাকো।⏬


📚হাদীস শরীফে আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমরা কি আমাদের মুখের কথার কারণে ধৃত হব? আল্লাহর রাসূল *(সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম)* বললেন-⤵


*وهل يكب الناس على مناخرهم إلا حصائد ألسنتهم*


অর্থাৎ অধিকাংশ মানুষ তো তাদের ‘মুখের ফসলে’র কারণেই জাহান্নামে যাবে। *[জামে তিরমিযী, হাদীস: ২৬১৬]*⏬


📘আরো ইরশাদ হয়েছে, জাহান্নামে নারীর সংখ্যা হবে বেশি। জিজ্ঞাসা করা হলো, কেন? বললেন, এরা গঞ্জনা-অভিশাপ বেশি দেয় এবং স্বামীর না-শোকরিয়া করে।⏬


🙋এক নারী আরেক নারীকে কথা দ্বারা কষ্ট দেয়। অতীতের পুরানো পুরানো কথা তুলে খোঁটা দেয়, গঞ্জনা দেয়। তো নাজাতের জন্য প্রথম কথা হল, আপন যবানকে নিয়ন্ত্রণে রাখা।⏬

নাজাতের পথ

*দ্বিতীয় কথা:*


*وليسعك بيتك*


‘‘তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়।’’


❇অর্থাৎ ঘরে অবস্থান করবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। ঘরে আছো তো নিরাপদ। জান-মাল নিরাপদ। ইজ্জত-আব্রু নিরাপদ। ফিৎনা থেকে নিরাপদ। ঘর থেকে বের হলেই গুনাহ হতে পারে। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ হতে পারে। কোনো গোমরাহ লোকের কথায় ফেঁসে ঈমান-আকীদা নষ্ট হতে পারে। আমল নষ্ট হতে পারে। কোথাও ঝগড়া-বিবাদ হল, তুমি নিরপরাধ, কিন্তু সেখানে উপস্থিত থাকার কারণে তুমিও ফেঁসে গেলে। মোকদ্দমায় তোমারও নাম এসে গেলো। জান-মালের ক্ষতি হয়ে গেলো। তো ঘর হচ্ছে নিরাপদ। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ো না। ঘরে স্ত্রীকে সময় দাও, সন্তানকে সময় দাও। কিংবা অন্তত বিশ্রাম নাও। বিশ্রাম দ্বারা উদ্যম সৃষ্টি হবে। এ উদ্যম নেককাজে ব্যয় করতে পারবে।⏬


⭕প্রয়োজনের কারণে বের হতে পারো। জামাতে নামায পড়ার জন্য মসজিদে যাবে। পড়া-শোনার জন্য মাদ্রাসায়। ব্যবসা-বাণিজ্যের জন্য, উপার্জনের জন্য কর্মস্থলে যাবে। আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাতের জন্য, খোঁজখবর নেওয়ার জন্য যাবে। কিন্তু রাস্তা-ঘাটে ঘোরাঘুরি করো না, হাটে-বাজারে, চা-স্টলে, পার্কে শুধু শুধু বসে থেকো না, গল্প-গুজবে সময় নষ্ট করো না। জীবনের এক একটি মুহূর্তের হিসাব দিতে হবে।⏬

নাজাতের পথ

🔥কিয়ামতের দিন প্রত্যেককে পাঁচটি প্রশ্ন করা হবে, যার একটি হচ্ছে-⤵


*عن عمره فيما أفناه*


জীবন কোথায় ব্যয় করেছে।


*وعن شبابه فيما أبلاه*


 যৌবন কোথায় খরচ করেছে। *[জামে তিরমিযী, হাদীস: ২৪১৬]*⏬


🔰তো জীবন-যৌবনের এক এক মুহূর্তের হিসাব দিতে হবে এবং জবাব দেওয়ার আগ পর্যন্ত এক পা-ও নড়তে পারবে না। এ হচ্ছে দ্বিতীয় নসীহত, ঘরে থাকবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না।⏬


*তৃতীয় কথা হচ্ছে:*


*وابك على خطيئتك*


‘‘এবং নিজের গুনাহর উপর কাঁদতে থাকও।’’


✅আল্লাহর সামনে রোনাজারি কর, শেষ রাতে উঠে কান্নাকাটি করো। নিজের কর্মের হিসাব নাও-কী করা উচিত ছিল, আর কী করেছি। মালিকের সামনে অপরাধ স্বীকার করে অশ্রু ঝরাও। অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে অতি পছন্দের।⏬

নাজাতের পথ

দুইটি ফোঁটা আল্লাহর অতি প্রিয়,


*এক.* মুজাহিদের রক্তের ফোঁটা, যা ভূমিতে পড়ার আগেই আল্লাহর কাছে মাফির কারণ হয়ে যায়।


*দুই.* আল্লাহর ভয়ে বান্দার চোখ থেকে ঝরা অশ্রুর ফোঁটা।


📚হাদীসে আছে,সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে-⤵


*رجل ذكر الله خاليا ففاضت عيناه*


ঐব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করেছে আর তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। *[জামে তিরমিযী, হাদীস: ২৩৯১]*⏬


❇নিজ গুনাহর কথা স্মরণ করে, আল্লাহর বড়ত্ব ও মহত্বের কথা স্মরণ করে বান্দার চোখ থেকে যে অশ্রু ঝরে তা আল্লাহ্ তা'আলার কাছে অনেক অনেক প্রিয়। আর এটা নাজাতের রাস্তা। এ বান্দা দুনিয়াতেও হেফাযতে থাকবে, আখিরাতেও নাজাত পাবে।⏬

নাজাতের পথ

📚তো এ হাদীসে আল্লাহর রাসূল *(সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম)* তিনটি উপদেশ দিয়েছেন---⤵


*এক.* নিজের যবানকে সংযত রাখ।


*দুই.* বিনা প্রয়োজনে বাইরে ঘুরো না, নিজের ঘরকে নিজের জন্য আল্লাহর রহমত মনে কর এবং ঘরে অবস্থান কর।


*তিন.* নিজের ভুলত্রুটির জন্য আল্লাহর সামনে কাঁদতে থাক।


☝আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে উপরুক্ত নছিহতের উপর আমল তাওফীক দান করুন। আমীন..!🔚

নাজাতের পথ

Post a Comment

0 Comments