মহিলারা কি আতর, বডিস্প্রে বা পারফিউম ব্যাবহার করতে পারবে? Can girls use perfume?

 * মহিলারা কি আতর, বডিস্প্রে বা পারফিউম ব্যাবহার করতে পারবে*⬇️



✅ আতর, পারফিউম তথা সুগন্ধি ব্যবহার করা সুন্নত। ইসলামে নারীদের জন্য পর্দার বিধান আর ইসলামে নারীদের জন্য সুগন্ধি ব্যবহারের বিধান পরস্পরের পরিপূরক অর্থাৎ একই বিধান।⏬


 👭নারীরা এমনভাবে সুগন্ধি ব্যাবহার করবে যাতে ঐ সুগন্ধ কোনো পরপুরুষ না পান। অর্থাৎ একজন নারী শুধু তার স্বামীর জন্যই বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন, তাছাড়া নয়।⏬


 💐সুগন্ধি ব্যবহার করে বাসার বাইরে বের হলে (স্বামীর সাথে বাইরে বের হলেও) তা পরপুরুষ বুঝতে পারবে। তাহলে তো তার ইসলামী বিধান অনুযায়ী পর্দার বিধান রক্ষা করা হলো না।⏬


 📚রাসুল ( ﷺ ) বলেছেনঃ

“পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পুরুষদের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন যিনাকারী মহিলা হিসাবে গণ্য হবে।” (আহমাদ ৪/৪১৮। সহীহুল জামে হাদীছ ১০৫)⏬


 🙋পর্দার সাথে হলেও মহিলা পারফিউম বা সেন্ট জাতীয় কোনো সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারবে না। কারণ তাতে ফিতনা আছে।

মহিলারা কি আতর, বডিস্প্রে বা পারফিউম ব্যাবহার করতে পারবে

 📚হুজুর পাক ( ﷺ ) বলেছেনঃ 

“প্রত্যেক চক্ষুই ব্যাভিচারী। আর মহিলা যদি (কোনো প্রকার) সুগন্ধি ব্যবহার করে কোনো (পুরুষের) মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, তবে সে ব্যভিচারিণী।” (আবূ দাঊদ। তিরমিযী। নাসাঈ। ইবনে হিব্বান। ইবনে খুযাইমাহ। হাকেম। সহীহুল জামে ৪৫৪০)⏬


📘হযরত ফুযাইল ইবনে ইয়াজ (রহঃ) বলেন, “লোক দেখানোর মনোবৃত্তি নিয়ে আমল করার নাম রিয়া এবং তা হারাম। আর লোকজন দেখতে পাচ্ছে মনে করে সেই ভয়ে আমল ছেড়ে দেওয়া শিরক। আল্লাহপাক যদি উভয় দশা থেকে তোমাকে রক্ষা করেন তবে তারই নাম এখলাস।" এখানে আমি একটি কথা বলি, লোকে দেখার আশংকায় আমল ছেড়ে দেওয়া' কথাটার অর্থ এই যে, তার ভিতর আমলের আগ্রহ সেখানেই জন্মায় যেখানে প্রশংসা করার মতো কেউ বর্তমান থাকে। আর যেখানে সেরূপটি হয়না সেখানে গাফিলতি সওয়ার হয় এবং আমল ত্যাগ করে বসে। (কিতাব রেফাঃ সীরাতুল আউলিয়া পৃষ্ঠা-৩৬)🔚

মহিলারা কি আতর, বডিস্প্রে বা পারফিউম ব্যাবহার করতে পারবে

Post a Comment

0 Comments