টিকটক ভিডিও তৈরি করা কি ইসলামে জায়েজ? TIKTOK Vedio

           টিকটক ভিডিও 

টিকটক ভিডিও তৈরি করা কি জায়েজ


*টিকটক ভিডিও তৈরি করা কি জায়েজ*⬇


🟨টিকটক বানানো নাজাইয হওয়ার অনেক কারণ রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ নিচে তুলে ধরছি। নিচের আলোচনা থেকে আমরা সহজে উপলব্ধি করতে পারবো যে, টিকটক বা এধরনের ভিডিও বানানো কতোটা জঘন্যতম কাজ।⏬


✅১. এটা একটি অনর্থক কাজ। আর অনর্থক কাজ ইসলামে অপছন্দনীয়।

যেমন হযরত আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত মহানবী ﷺ বলেন: 

مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ. (ترمذي، كتاب الزهد)

অর্থাৎ: ইসলামের সুন্দর্যতা হচ্ছে অযথা কর্ম পরিত্যাগ করা। (তিরমিযী শরীফ, যুহদ অধ্যায়)⏬

 টিকটক ভিডিও 

✅২. এতে অনেক সময় পুরুষরা নারীদের কণ্ঠস্বর আর নারীরা পুরুষের কণ্ঠস্বর নকল করে থাকেন। যেটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। কেনোনা হাদিসে এ সকল নারী পুরুষের প্রতি অভিশাপ/লানতের কথা বলা হয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত : 

"لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ.( البخاري.5885)

আর্থাৎ: মহানবী ﷺ সেই সব পুরুষদের  উপর অভিশাপ করেছেন, যারা মহিলাদের বেশভূষা ধারণ করে এবং সে সকল মহিলাদের উপর অভিশাপ করেছেন, যারা পুরুষদের বেশভূষা ধারণ করে। - (বুখারী শরীফ  হাদিস নং ৫৮৮৫)⏬

 টিকটক ভিডিও 

✅৩. এতে অনেক সময় একজন ব্যক্তি অন্য ব্যক্তির কথাকে নকল করে, যা একপ্রকার ধোঁকা। ধোঁকা শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয় কাজ। হযরত আবু বকর সিদ্দিক (রা:) থেকে বর্ণিত, মহানবী ﷺ বলেন:

 "لَا يَدْخُلُ الْجَنَّةَ خِبٌّ.." (ترمذي)

অর্থাৎ: ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করতে পারবে না। (তিরমিযী শরীফ)


✅৪. এটা মানুষের মূল্যবান সময়কে অযথা বিনষ্ট করে। যা শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয়। বিশ্ববিখ্যাত ফতওয়া গ্রন্থ "শামী" তে এ ধরনের অযথা-অনর্থক আনন্দ উপভোগ বা খেলাকে হারাম বলেছেন। যেমন: 

إن الملاهى كلها حرام (الدر المختار، كتاب الحظر والإباحة-9\502)

(কিতাবুল হযরে ওয়াল ইবাহাহ ,502/9)⏬

 টিকটক ভিডিও 

✅৫. এটা এমন একটি অনর্থক কাজ, যা মানুষকে অনেক সময় আল্লাহর জিকির থেকে দূরে রাখে। অথচ আল্লাহ তায়ালা সূরা লুক্বমানে এমন খোশগল্প ও অনর্থক কাজের জন্য শাস্তি ঘোষণা করেছেন।

آیت : وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ .

অর্থঃ আর লোকদের মধ্যে কেউ-কেউ আছে যে খোশগল্পের বেচা-কেনা করে যেনো সে আল্লাহ্‌র পথ থেকে বিচ্যুতো করতে পারে কোনো জ্ঞান না রেখেই, আর যেনো সে এগুলোকে ঠাট্টা:বিদ্রূপ আকারে গ্রহণ করে। এরাই -- এদেরই জন্য রয়েছে লাঞ্চনাদায়ক শাস্তি। (সুরা লুকমান, আয়াত:6)⏬

 টিকটক ভিডিও 

✅৬. বিনা প্রয়োজনে বিডিও করা উপমহাদেশের সিংহভাগ আলেমগণ নাজাইয বলেছেন । টিকটক ভিডিও এমন সব প্রয়োজনের আওতায় আসে না। যে সকল প্রয়োজনে ফটো বা ভিডিও করা জাইয হতে পারে। এটা একটি অপ্রয়োজনীয় কাজ। উপরোল্লিখিতো  অজুহাত থাকার দরুন টিকটক ভিডিও বানানো হারাম আখ্যায়িতো করা যায়। এসব দেখে আনন্দ উপভোগ করাও হারাম। কেনোনা এসব দেখার অর্থই হচ্ছে গোনাহের কাজে সাহায্য বা সমর্থন করা। মহান আল্লাহ বলেন : 

 تَعَاوَنُوا۟ عَلَى ٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا۟ عَلَى ٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَٱتَّقُوا۟ ٱللَّهَ إِنَّ ٱللَّهَ شديد العقاب.

অর্থঃ সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা আল মায়িদাহ, আয়াত: ২)🔚

 টিকটক ভিডিও 

Post a Comment

0 Comments