সন্তানরা ধর্ম বিমুখ কেনো

 *সন্তানরা ধর্ম বিমুখ কেনো হচ্ছে*⬇

সন্তানরা ধর্ম বিমুখ কেনো হচ্ছে


🌎বর্তমানে মুসলমানদের সন্তানদের মধ্যে যে দীনী দৈন্যতা ও বদদীনের ছয়লাব প্রবাহিতো হওয়া দেখা যাচ্ছে এবং তারা যে ইংরেজ-খৃষ্টান, কাফির-মুশরিকদের অন্ধ অনুকরণের মধ্যে শান্তি-শৃঙ্খলা, উন্নতি ও প্রগতির স্বপ্ন দেখছে, এর বড়ো কারণ-অধিকাংশ মুসলমান পিতা-মাতার উদাসীনতা। অনেক ক্ষেত্রে তারা নিজেরাও ইসলাম সম্পর্কে সম্যক ধারণা রাখে না।


🌙এমন কি ইসলামের যথার্থ স্বরূপ জানতেও চেষ্টা করে না। আর যারা জানে, তারা অনেকে নিজে দীনদার পরহেজগার, কিন্তু তারা নিজের সন্তানদেরকে দীনদার বানানোর ফিকির করে না। তারা এ খায়েশও রাখে না যে, আমাদের সন্তানেরাও দীনদার হয়ে প্রকৃতো কল্যাণ এবং স্থায়ী শান্তি হাসিল করুক, তাদের ঈমান-আক্বীদা, আমল-আখলাক দূরস্থ হয়ে যাক এবং তারা মন্দ পথ থেকে এবং গুনাহর রাস্তা থেকে বেঁচে থাকুক। অথচ এটাই ছিলো সন্তানের প্রতি প্রকৃতো মুহাব্বত এবং আসল কল্যাণ কামনা। এটা কোনো বুদ্ধিমানের কথা নয় যে, কোনো ব্যক্তি নিজের সন্তানকে রোদ-বৃষ্টি থেকে বাঁচানোর জন্য শক্তি ব্যয় করবে, আর দোযখের ভয়াবহ আগুন থেকে বাঁচানোর জন্য কোনো ভ্রুক্ষেপ করবে না। সরকারের জেল-হাজত থেকে সন্তানকে বাঁচানোর জন্য তার আরাম হারাম হয়ে যায়, অথচ আল্লাহর আযাবের জেল থেকে বাঁচানোর জন্য কোনো তৎপরতা নেই। তাহলে তাদের নজরে কি জেলখানা থেকে জাহান্নামের শাস্তি হালকা, না কি জান্নাত-জাহান্নাম ও আখিরাতের প্রতি তাদের বিশ্বাসে কোনো গড়বড়ি আছে? নতুবা একজন মুসলমানের জন্য কিভাবে সম্ভব হতে পারে যে, সে ছেলের আখিরাতের কল্যাণকে সম্পূর্ণ ত্যাগ করে তার কয়েক দিনের আরামের জন্য সব শক্তি ব্যয় করবে? আর এর জন্য জায়িয-নাজায়িয সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে?

সন্তানরা ধর্ম বিমুখ কেনো হচ্ছে

 🌷এমন কি অনেকে-নিজের কলিজার টুকরা আল্লাহ্‌র দেওয়া মহা দৌলত সন্তানকে আল্লাহর দুশমন কাফির-বেদীন, হিন্দু-ইংরেজদের হাতে পর্যন্ত তুলে দেয়! তাদের স্কুলে ভর্তি করাতে সব কিছু করতে প্রস্তুত হয় এবং ভর্তি করাতে পারলে, মনে করে-আকাশের চাঁদ হাতে পেয়েছে, যেনো তার মতো ভাগ্যবান পিতা আর নেই। নিজের সন্তানের ধ্বংসের সব রকম ব্যবস্থাকে পাকাপোক্তা করার পর তার কল্যাণের আশা রাখা কতোটুকু যুক্তিযুক্ত, তা সহজেই অনুমেয়। আল্লাহ্‌ তা’আলা সকলকে হিদায়াত দান করুন (আমীন)।


⭕এ জাতীয় নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য সকলের ইলমে দীনের গুরুত্ব, ফজীলত ও প্রয়োজনীয়তা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। তাই এ বিষয়ে জরুরী আলোকপাত করা হবে ইনশাআল্লাহ।🔚

সন্তানরা ধর্ম বিমুখ কেনো হচ্ছে

Post a Comment

0 Comments