নেক আমলের ওসিলায় দোয়া
একটি নেক আমলের ওসিলায় কি বিভিন্ন প্রয়োজনে বার বার আল্লাহর কাছে দোয়া করা যাবে
✍️উত্তর : মহান আল্লাহর নিকট একটি আমলের ওসিলায় বিভিন্ন প্রয়োজনে বারবার দুয়া করা জায়েজ রয়েছে। নিশ্চয় আল্লাহ সুমহান দয়ালু ও দাতা।
উল্লেখ্য যে, ওসিলা অর্থ মাধ্যম। অর্থাৎ দুয়া কবুল ও আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যম।
✳বৈধ ওসিলা তিনটি:✳
✅❖১) আল্লাহ নাম ও গুণাবলীর ওসিলায় আল্লাহর নিকট দুয়া করা। যেমন: এভাবে বলা:- হে আল্লাহ, তোমার রহমান (অতিদয়ালু) নামের ওসিলায় আমার উপর দয়া করো।
★- তোমার গাফফার (অতি ক্ষমাশীল) নামের ওসিলায় আমাকে ক্ষমা করো।
★- তোমার রাযযাক (রিজিক দাতা) নামের ওসিলায় আমাকে রিজিক দান করো ইত্যাদি।
☝আল্লাহ তাআলা বলেন:
ﻭَﻟِﻠَّﻪِ ﺍﻟْﺄَﺳْﻤَﺎﺀُ ﺍﻟْﺤُﺴْﻨَﻰ ﻓَﺎﺩْﻋُﻮﻩُ ﺑِﻬَﺎ
“আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। তোমরা সে সব নামের ওসিলায় (মাধ্যমে) তাঁকে ডাকো।” [সূরা আরাফ: ১৮০]
নেক আমলের ওসিলায় দোয়া
📚রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:
«اللهم إني أسألك بأني أشهدُ أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمدُ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد»
“হে আল্লাহ, আমি তোমারই নিকট প্রার্থনা করি, কেনোনা আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই তুমি আল্লাহ, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাসক নেই, একক সত্তা, যার নিকট সকল কিছু মুখাপেক্ষী, তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি, আর তাঁর সমোকক্ষ কেউ নেই।”
[সুনান আবু দাউদ, তিরমিযী-সহিহ তারগীব ওয়া তারহীব/ ১৬৪০] *এটি হচ্ছে তাওহীদ ও ঈমানের দ্বারা ওসিলা গ্রহণ করা
✅❖২) নিজের সৎ কর্মের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দু‘আ করা: যেমন: এভাবে বলা,
☝“হে আল্লাহ, তুমি আমার সালাত, সিয়াম, কুরআন তিলাওয়াত, দান-সকদা, পিতা-মাতার সাথে সদাচরণ ইত্যাদি নেক আমলে ওসিলায় আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমাকে দয়া করো, আমাকে সুস্থ করো ইত্যাদি।
❇এ ক্ষেত্রে সহিহ বুখারিতে বর্ণিতো তিন যুবক পাহাড়ের গুহায় আটকা পড়লে তারা প্রত্যেকে নিজো নিজো নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর নিকট দুয়া করার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার পাওয়া সংক্রান্ত লম্বা হাদিসটি প্রযোজ্য।
✅❖৩) কোনো জীবিতো উপস্থিত সৎ লোকের দু‘আর ওসিলা দিয়ে দুয়া করা:
🌺কারো দু‘আর ওসিলা দিয়ে দুআ করার অর্থ হলো, এ কথা বলা যে, হে আল্লাহ, অমুক আমার জন্য দু‘আ করেছেন, আপনি আমার বিষয়ে তাঁর দু‘আ কবুল করে আমার হাজত পূরণ করে দিন। নেককার মুত্তাকী-মুমিনদের নিকট দু‘আ চাওয়া সুন্নত সম্মতো রীতি এবং হাদিস দ্বারা প্রমাণিতো।
নেক আমলের ওসিলায় দোয়া
📚আনাস ইবনে মালিক (রাঃ) বলেন:
ﺇِﻥَّ ﻋُﻤَﺮَ ﺑْﻦَ ﺍﻟْﺨَﻄَّﺎﺏِ رضي الله عنه ﻛَﺎﻥَ ﺇِﺫَﺍ ﻗَﺤَﻄُﻮﺍ ﺍﺳْﺘَﺴْﻘَﻰ ﺑِﺎﻟْﻌَﺒَّﺎﺱِ ﺑْﻦِ ﻋَﺒْﺪِ ﺍﻟْﻤُﻄَّﻠِﺐِ ﻓَﻘَﺎﻝَ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﺎ ﻛُﻨَّﺎ ﻧَﺘَﻮَﺳَّﻞُ ﺇِﻟَﻴْﻚَ ﺑِﻨَﺒِﻴِّﻨﻚ - صلى الله عليه و سلم- ﻓَﺘَﺴْﻘِﻴﻨَﺎ ﻭَﺇِﻧَّﺎ ﻧَﺘَﻮَﺳَّﻞُ ﺇِﻟَﻴْﻚَ ﺑِﻌَﻢِّ ﻧَﺒِﻴِّﻨَﺎ ﻓَﺎﺳْﻘِﻨَﺎ ﻗَﺎﻝَ ﻓَﻴُﺴْﻘَﻮْﻥَ
“মানুষ যখন অনাবৃষ্টিতে আক্রান্ত হতেন তখন উমর (রাঃ) আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে (রাঃ) দিয়ে বৃষ্টির দু‘আ করাতেন।
🔰তিনি বলতেন: “হে আল্লাহ, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওসিলায় আপনার নিকট প্রার্থনা করতাম। ফলে আপনি আমাদের বৃষ্টি দান করতেন। এখন আমরা আপনার নিকট প্রার্থনা করছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচার ওসিলায়।
অতএব আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। আনাস (রাঃ) বলেন, তখন বৃষ্টিপাত হতো।” (বুখারী, আস-সহীহ ১/৩৪২, ৩/১৩৬০)
📚তখন আব্বাস (রাঃ) নিম্নের বাক্যগুলি বলে দু‘আ করলে আল্লাহ বৃষ্টি দিতেন:
اللهم إنه لم ينزل بلاء إلا بذنب ولم يكشف إلا بتوبة وقد توجه القوم بي إليك لمكانى من نبيك وهذه أيدينا إليك بالذنوب ونواصينا إليك بالتوبة فاسقنا الغيث
“হে আল্লাহ, পাপের কারণ ছাড়া বালা-মুসিবত নাযিল হয় না এবং তাওবা ছাড়া তা অপোসারিতো হয় না। আপনার নবীর সাথে আমার সম্পর্কের কারণে মানুষেরা আমার মাধ্যমে আপনার দিকে মুখ ফিরিয়েছে। এ আমাদের পাপময় হাতগুলি আপনার দিকে প্রসারিতো এবং আমাদের ললাটগুলি তাওবায় আপনার নিকট সমরর্পিতো, অতঃএব আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন।” [ইবনে হাজার, ফাতহুল বারী, ২/৪৯৭]🔚
নেক আমলের ওসিলায় দোয়া
0 Comments