*ফজরের নামাজের ৭টি ফজিলত*
🔘ফজিলত নং-০১
"ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী,কেননা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,মুনাফিকের জন্য ফজর সালাত আদায় করা কষ্টকর:
🔘ফজিলত নং-০২
"যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে,সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায় অর্থাৎ স্বয়ং আল্লাহ তা'য়ালা ঐ ব্যক্তির দায়িত্ব নিয়া নেন।"
🔘ফজিলত নং-০৩
"যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহ তা'য়ালা তার আমল নামায় দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন।"
🔘ফজিলত নং-০৪
"যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহ তা'য়ালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।"
🔘ফজিলত নং-০৫
"যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে,এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।"
🔘ফজিলত নং-০৬
"যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে,সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবে নাহ।"
🔘ফজিলত নং-০৭
"ফজরের দু রাকাত ফরজ সালাত,দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম।*
🔘ফুটনোটঃ-
১)বুখারী ৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪,মুসলিম,৬৬১
২)তিরমিজি,২১৮৪
৩)সহিহ মুসলিম-১০৯৬
৪)আবু দাউদ,৪৯৪
৫)সহিহ বুখারী,৫৭৩
৬)সহিহ মুসলিম,৬৩৪
৭)সহিহ মুসলিম,১২৪০
আল্লাহ তা'আলা আমাদের সবাইকে পবিত্র ফজরের নামাজ জা'মাতের সহিত আদায় করার তাওফিক দান করুন,আমিন!!
0 Comments