অশ্লীলতা
*অশ্লীলতার কিছু দিকসমূহ*
🐕কুকুর যখন উলঙ্গ থাকে, তখন আরেকটি কুকুর কখনো মনে করে না যে এটা অশ্লীলতা। কারন সে নিজেই উলঙ্গ। আবার কুকুর যখন প্রকাশ্যে সহবাস করে, তখনো আরেকটি কুকুর মনে করে না, এটা অশ্লীলতা। কারন কুকুরের বিবেক নাই, কুকুরের মনুষ্যত্ব নাই।⏬
✅তেমনি মানুষের বিবেক যখন লোপ পায়, তখন সেও হয়তো কুকুরের মতোই behave করে। সেও তখন অশ্লীলতাকে আর অশ্লীলতা মনে করে না। কিন্তু এইসব মানুষ এই টুকুতেই থেমে থাকে না, তারা চায় এই অশ্লীলতা সমাজেও ছড়িয়ে যাক।⏬
অশ্লীলতা
❇তাই তারা বিভিন্ন ব্লগে, বই বা পত্রিকায় অশ্লীলতার পক্ষে লেখালেখি করে তাদের কুকুরত্ব প্রকাশ করে।
এদের আবার হিজাব নিয়েও অনেক প্রশ্ন আসে, যা আল্লাহ ফরজ করেছেন।⏬
👪তাদের মনে রাখা উচিৎ,--আল্লাহ বলেন, "যারা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লিলতার প্রসার ঘটুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি।.."(আল কুরআন: সুরা নুর- ১৯)⏬
☝মহান আল্লাহ আরও বলেন, "আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটা অশ্লিল কাজ এবং মন্দ পথ "(আল কুরআন: সুরা ঈসরা- ৩২)।⏬
অশ্লীলতা
📚নবী (সাঃ) বলেছেন, "হালাল নয় এমন নারী স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক টুকে দেওয়া অনেক ভালো '(তাবারানী: ৪৯২১)⏬
❇সব শিয়ালই মুরগীর স্বাধীনতা চায় কারণ মুরগী স্বাধীন হলে শিয়াল ভালো খাবার পায়, তেমনি সব
লুইচ্চারাই নারীর স্বাধীনতা চায় কারণ নারী স্বাধীন হলে লুইচ্চারা লুইচ্চামি করতে পারে!⏬
👫নগ্নতা যদি সভ্যতা হয়, তাহলে পশুরা সবচেয়ে বেশী সভ্য। বিয়ের পূর্বে প্রেম হারাম। বিয়ে ছাড়া ছেলে মেয়েদের সকল সম্পর্কই অবৈধ। বিয়ের পর স্ত্রীর সাথে প্রেম একটি ঈবাদত!
আর হিজাব/পর্দা ফরজ!(আল কুরআন: সুরা আহযাব- ৫৯)⏬
অশ্লীলতা
☝মহান আল্লাহ্ বলেন, “আল্লাহ্ মানুষকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করলে ভূপৃষ্ঠে কোনো জীব- জন্তুকেই রেহাই দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্টকাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। সুতরাং তাদের নির্দিষ্ট সময় যখন এসে পড়বে, তখন অবশ্যই আল্লাহ্ তাঁর দাসদের ব্যাপারে সম্যক দ্রষ্টা। ”(আল কুরআন: সুরা ফাত্বির- ৪৫)
☝মহান আল্লাহ্ আমাদের সবাইকে হেফাজত করুক
আমিন৷🔚
অশ্লীলতা
0 Comments