দুনিয়ায় যার সাথে যার মহবত তার সাথেই কেয়ামত
*মানুষ দুনিয়াতে যাকে ভালবাসত কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে।*
✅ হাদিস: আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ে মসজিদে নববী হতে বের হচ্ছিলাম। এমন সময় মসজিদের দরজায় এক লোকের সাথে সাক্ষাৎ হল।
☑সে বলল: “হে আল্লাহর রসূল, কিয়ামত কবে সংঘটিত হবে.??”*
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “তুমি কিয়ামাতের জন্যে কী প্রস্তুত করেছো?
আনাস রা. বলেন, তখন লোকটি যেন (এত বড় প্রশ্ন শুনে) ভয়ে পেয়ে নরম হয়ে গেল। তারপর বলল: “হে আল্লাহর রসূল! আমি তো কিয়ামতের জন্য বেশি পরিমাণ সলাত, সিয়াম ও দান-সদকা সংগ্রহ করি নি তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: مَعَ مَنْ أَحْبَبْتَ “তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালবেসেছ।”
[সহীহ মুসলিম, হা/6608 ]
দুনিয়ায় যার সাথে যার মহবত তার সাথেই কেয়ামত
💠 আরেকটি হাদীস : আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, “জনৈক ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল: হে আল্লাহর রাসূল, “সে ব্যক্তি সম্পর্কে আপনি কী মনে করেন, যে একটি কউম বা জাতিকে ভালবাসে অথচ সে তাদের সাথে সম্পৃক্ত হয় নি?
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে।”
[সহীহ মুসলিম, হা/৬৪৭৭ ]
দুনিয়ায় যার সাথে যার মহবত তার সাথেই কেয়ামত
☑আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন,এই হাদিসটি শুনে এত বেশি বেশি আনন্দিত হয়েছি যে, আর কোন কিছুতে এত আনন্দিত হই নি। কারণ আমি নবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম, আবু বকর রা. এবং ওমর রা. কে ভালবাসি। সুতরাং আমি আশা করি, তাদেরকে আমার ভালোবাসার কারণে কেয়ামতের দিন তাদের সাথেই থাকব যদিও আমি তাদের মত আমল করি নি।”
✅মোটকথা, কেউ যদি সৎ-পরহেজগার, দ্বীনদার ও আল্লাহ ওয়ালা লোকদেরকে কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসে তাহলে সে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে সৎকর্ম করবে, পাপাচার থেকে দূরে থাকবে এবং তার প্রতিদান হিসেবে সে জান্নাতবাসী হবে এবং দুনিয়াতে যাদেরকে আল্লাহর জন্য ভালবাসত সে সেখানে তাদের সাথেই অবস্থান করবে। পক্ষান্তরে কেউ যদি কাফের- মুশরিক, শয়তানের অনুসারী ও পাপাচারী লোকদেরকে ভালোবাসে তাহলে সে স্বভাবতই তাদের দ্বারা প্রভাবিত হয়ে পাপ ও অন্যায়-অপকর্ম করবে এবং তার প্রাপ্য হিসেবে কেয়ামতের দিন তাদের সাথে জাহান্নামে অবস্থান করবে।
আল্লাহ আমাদেরকে দ্বীনদার মানুষদেরকে ভালোবাসার তাওফিক দান করুন এবং শয়তানের অনুসারীদের থেকে হেফাজত করুন।আমীন🔚
দুনিয়ায় যার সাথে যার মহবত তার সাথেই কেয়ামত
0 Comments