তাওবার উপকারিতা
*কুরআনে বর্ণিতো তাওবার বিস্ময়কর উপকারিতা:⬇️*
*[ পার্ট:- ০১ ]*
☝আল্লাহ্ তা'আলা তাঁর পবিত্র কালাম কুরআন মাজিদকে তাওবা ও ইস্তেগফারের আলোচনায় পূর্ণ করে রেখেছেন। বহু সূরা ও আয়াতে তিনি বারংবার এর কথা উল্লেখ করেছেন। পূর্ববর্তী নবী-রাসূলগণ কিভাবে তাঁদের উম্মতকে দরদমাখা কণ্ঠে তাওবার দাওয়াত দিয়েছেন তা-ও বর্ণনা করেছেন। তাওবার ফায়দা ও উপকারিতা এবং তাওবা না করার ক্ষতি ও অপকারিতার কথাও বিশদভাবে তুলে ধরেছেন।
🌷তাওবা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক নবায়ন করে এবং সুদৃঢ় করে। এর মাধ্যমে বান্দা রবের কাছে তার দীনতা হীনতা এবং মুখাপেক্ষিতার স্বীকারোক্তি দান করে। ফলে সে আল্লাহর অফুরন্ত ভালোবাসা ও সন্তুষ্টি লাভ করে। যার দ্বারা সে ইহোকাল ও পরকালের যাবতীয় কল্যাণ ও সফলতার হক্বদার হয়।
🌙‘তাওবা’ শব্দটি আরবি। শাব্দিক অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় তাওবা বলা হয়, কোনো পাপকাজ করে ফেললে আল্লাহর ভয়ে তা পরিহার করা। এরপর অনুতপ্তচিত্তে ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা এবং সংশোধিতো জীবনে ফিরে আসা।
তাওবার উপকারিতা
🍀আমাদের মনে রাখতে হবে, তাওবা দ্বারা শুধু বান্দার গুনাহই মাফ হয় না; বরং কুরআন ও হাদীসে তাওবার বিস্ময়কর আরো অনেক ফায়দা ও উপকারিতার কথা উল্লেখিতো হয়েছে। এখানে শুধু কুরআনে বর্ণিতো তাওবার কিছু ফায়দা ও উপকারিতা উল্লেখ করছি।
*📚তাওবা দ্বারা গোনাহ মাফ হয়:📚*
🔥গোনাহের একমাত্র প্রতিকার হচ্ছে, তাওবা ও ইস্তেগফার। মানুষ যতো গুনাহই করুক না কেনো, সঠিক পন্থায় তাওবা করলে আল্লাহ্ তা'আলা তাঁর সব গোনাহই মাফ করবেন। আল্লাহ্ তা'আলা স্বয়ং কুরআন মাজিদে ইরশাদ করেছেন--⤵
*قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ*
✴*অনুবাদ:* "আপনি বলে দিন, (আল্লাহ্ বলেন) হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো; আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ্ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু"। *[সূরা যুমার: ৫৩]*
তাওবার উপকারিতা
*📚তাওবা দ্বারা আল্লাহর ভালোবাসা লাভ হয়:📚*
🌺তাওবা দ্বারা আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত ও ভালোবাসার সম্পর্ক কায়েম হয়। আল্লাহ্ তা’আলা বলেন--⤵
*إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلتَّوَّٰبِينَ وَيُحِبُّ ٱلۡمُتَطَهِّرِينَ*
✴*অনুবাদ:* "নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্র থাকে"।
*[সূরা বাক্বারা: ২২২]*
তাওবার উপকারিতা
*📚তাওবা দ্বারা সফলতা লাভ হয়:📚*
🍁তাওবার মাধ্যমে মানুষ ইহকাল ও পরকালের সফলতা অর্জন করে। আল্লাহ্ তা’আলা বলেন--⤵
*وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ*
✴*অনুবাদ:* "হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর নিকট তাওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো"। *[সূরা নূর: ৩১]*
*📚গোনাহ গুলো নেকী দ্বারা পরিবর্তিতো হয়:📚*
🔥গোনাহ করার পর বান্দা যখন নিজের অপোরাধ বুঝতে পেরে সত্যিকার তাওবা করে তখন আল্লাহ্ তা’আলা শুধু তার সেই গুনাহকেই ক্ষমা করেন না; বরং তার গোনাহকে নেকী দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ্ তা’আলা ইরশাদ করেন--⤵
*إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلٗا صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَئَِّاتِهِمۡ حَسَنَٰتٖۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا*
✴*অনুবাদ:* "তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, ফলে আল্লাহ্ তাদের গোণাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আর আল্লাহ্ অতীবো ক্ষমাশীল, পরম দয়ালু"। *[সূরা ফুরকান: ৭০]*
তাওবার উপকারিতা
*📚তাওবা দ্বারা জান্নাত লাভ হয়:📚*
🌷তাওবা জান্নাত লাভের একটি বিরাট মাধ্যম। আল্লাহ্ তা'আলা তাওবার বিনিময়ে জান্নাত দান করার ওয়াদা করেছেন। ইরশাদ হয়েছে--⤵
*يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ تُوبُوٓاْ إِلَى ٱللَّهِ تَوۡبَةٗ نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمۡ أَن يُكَفِّرَ عَنكُمۡ سَئَِّاتِكُمۡ وَيُدۡخِلَكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ*
✴*অনুবাদ:* "হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা; আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদোদেশে নহরসমূহ প্রবাহিতো"। *[সূরা তাহরীম: ৮]*🔚
👉*[বি:দ্র: আলোচনা বিস্তারিতো পেতে চোখ রাখুন আগামী পর্বে]*👈
তাওবার উপকারিতা
0 Comments