ধর্ম যার যার উৎসব সবার
🔯*ধর্ম যার যার উৎসবও তার তার!🔯*
🌷এটাই ছিলো ১৪৫০ বছর আগের রসূল ﷺ এর দেখানো শিক্ষা। বিধর্মীদের ধর্মীয় কাজে রসূল ﷺ ও তাঁর অনুসারীরা কখনও বাঁধা দেন নাই। তারা তাদের ধর্ম অনুসরণ করতো, রসূল ﷺ তাঁর ধর্ম অনুসরণ করতেন। যেমনটি কোরআনে মহান আল্লাহ বলেন,
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ۞ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ۞ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ۞ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ۞ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ۞لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
-বলে দাও, হে কাফেররা। আমি ইবাদত করিনা, তোমরা যার ইবাদত করো। এবং তোমরাও ইবাদত-কারী নও, যার ইবাদত আমি করি। এবং আমি ইবাদত-কারী নই, যার ইবাদত তোমরা করো। তোমরা ইবাদত-কারী নও, যার ইবাদত আমি করি। তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং আমাদের ধর্ম আমাদের জন্য। [সূরা কাফেরুন ১-৫]⏬
ধর্ম যার যার উৎসব সবার
❇কিন্তু আজ এতোকাল পর শয়তান তার শয়তানীকে নতুন মাত্রায় আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। তাই তো প্রচার করা হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার। কতো বড়ো শয়তানী কথা চিন্তা করো যায়?
🔰মূলতো এটি একটি জাহেলী বক্তব্য। আর এই কারণেই ইসলামী শরীয়ত সম্পর্কে অজ্ঞ মুসলিম যুবক-যুবোতীরাই যায় হিন্দুদের ধর্মীয় উৎসব দেখার জন্য। এরা মুসলিম, তবে এরা মুনাফেক টাইপের মুসলমান। এরা পূজা দেখতে যায় মদ খাওয়া, হিন্দু মেয়েদের নৃত্য দেখে মজা নেওয়া ও ডিজে গান শোনার জন্য। তা ছাড়া এই উৎসবে দেখার কিছু নাই। মূলতো নিজের নফসের স্বার্থকে চরিতার্থ করতে চাওয়া এই নামধারী মুসলিম যুবকগণ কামপুরিতা ও শয়তানের শয়তানী বাস্তবায়ন করা দেখতেই যায় পূজা উৎসবে।⏬
💫যে মূর্তিপূজাকে ইসলাম ধর্মে শিরক তথা নিকৃষ্ট কাজ বলে ঘোষণা করা হয়েছে, সেই মূর্তিপূজার উৎসব সার্বজনীন হয় কি করে? যখন ব্রিটিশ দস্যুরা ভারত দখল করে, তখন পলাশীর অন্যতমো বিশ্বাসঘাতক হিন্দু নবো-কৃষ্ণ ঐ দস্যু বাহিনীকে অবৈধ কর্মের মাধ্যমে মনোরঞ্জনের জন্য এক অনুষ্ঠানের প্রচোলন করে। ঐ অনুষ্ঠান থেকেই দুর্গা পূজার আবির্ভাব ঘটে। এটাই হিন্দুদের শারদীয় দুর্গা পূজার সৃষ্টির ইতিহাস। সুতরাং দুর্গা পূজা হিন্দুদেরই সার্বজনীন উৎসব ছিলো না কখনও, মুসলমানদের তো হতেই পারে না।⏬
ধর্ম যার যার উৎসব সবার
🔯যে কোনো ধর্মীয় উৎসব সেই ধর্মের অনুসারীদের জন্য। কিন্তু সেটা কখনও মুসলমানদের জন্য পালনীয় বা অনুকরণীয় হতে-ই পারে না। কারণ এটা তাদের ইবাদতের একটা অংশও বটে। আর তা ছাড়া ইসলাম ধর্ম মতে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া, তাদের পূজার প্রসাদ খাওয়া হারাম। আর আপনি বলছেন দুর্গা উৎসব সার্বজনীন! আমাদের ধর্মের বিরুদ্ধে গিয়ে অন্য ধর্মের উৎসব উপোভোগ করার দাওয়াত দিচ্ছেন কেনো? আমি কার কথা মানবো, আপনার না আমাদের রসূল ﷺ এর?⏬
📚রসূল ﷺ বলেন, কোনো ব্যক্তি সাংস্কৃতিতে যে সম্প্রদায়ের অনুসরণ করে, সে (কেয়ামতের দিন) তাদের অন্তর্ভুক্ত হবে। [আবু দাউদ, মিশকাত হা/৪৩৪৭] ।
রসুল ﷺ আর বলেছেন,……অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তিপূজা করবে আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মুশরিকদের সাথে মিশে যাবে। [ইবনে মাজাহ হা/৩৯৫২]🔚
ধর্ম যার যার উৎসব সবার
0 Comments