ফরজ নামাজের পর জিকির ও দোয়া সমূহ
*নামাযের পরবর্তী ফযিলত পূর্ণ মাসনূন দোয়া সমূহ*
✅*১)* তিন (০৩) বার (আস্তাগফিরুল্লাহ্) পাঠ করা---⤵
*أستغفر الله، أستغفر الله، أستغفر الله.*
*(মুসনাদে আহমাদ: ৩৭/৯১, হাদীস নং-২২৪০৮)*⏬
✅*২)* এক (০১) বার এই দুআ পাঠ করা--⤵
*اللهم أنت السلام ومنك السلام، تباركت ذا الجلال والإكرام.*
*(সহীহ মুসলিম: ১/৪১৪, হাদীস নং-৫৯১)*
✳*বাংলা উচ্চারণ:-*✳
“আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা জাল জালালি ওয়াল ইকরাম।”⏬
ফরজ নামাজের পর জিকির
✅*৩)* তেত্রিশ (৩৩) বার (সুবহানাল্লাহ্) পাঠ করা--⤵
*سبحان الله.*
✅*৪)* তেত্রিশ (৩৩) বার (আলহামদুলিল্লাহ্) পাঠ করা--⤵
*الحمد لله*
✅*৫)* তেত্রিশ বা চৌত্রিশ (৩৩ বা ৩৪) বার (আল্লাহু আকবার) পাঠ করা---⤵
*الله اكبر*
*(মুসলিম: ১/২৯১)*
ফরজ নামাজের পর জিকির
✅*৬)* এক (০১) বার এই দুআ পাঠ করা---⤵
*لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، اللَّهُمَّ لا مَانِعَ لِمَا أَعْطَيْتَ ، وَلاَ مُعْطِىَ لِمَا مَنَعْتَ وَلا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ.*
*(সহীহ বুখারী: ১/২১৮)*
✴*বাংলা উচ্চারণ:-✴
“লা ইলাহা ইল্লাল্লাহহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাই-ইন কাদীর।”⏬
ফরজ নামাজের পর জিকির
✅*৭)* প্রতি নামাযের পর কয়েক বার এই দুআ পাঠ করা--⤵
*اللهم أعني على ذكرك و شكرك و حسن عبادتك*
*(আবু দাউদ: ১/২১৩)*
✳*বাংলা উচ্চারণ:-*✳
“আল্লাহুম্মা আ’ইন্নী আল্লা জিকরিকা ওয়াশুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।”⏬
✅*৮)* প্রতি নামাযের পর তিন (০৩) বার এই দুআ পাঠ করা--⤵
*سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ ، وَزِنَةِ عَرْشِهِ ، وَمِدَادَ كَلِمَاتِه.*
*(মুসলিম: ২/৩৫০)*
✳*বাংলা উচ্চারণ:-*✳
“সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী আদাদা খলকিহী ওয়ারিদা নাফসিহী ওয়াযিনাতা আরশিহী ওয়ামিদাদা কালিমাতিহী।”⏬
ফরজ নামাজের পর জিকির
*📚সকাল-সন্ধ্যার আমলসমূহ:⬇*
✅*৯)* সন্ধ্যার সময় এই দুআ পাঠ করা--⤵
*رضيت بالله ربا و بالإسلام دينا و بمحمد نبيا إلا كان حقا على الله أن يرضيه*
*(তিরমিযী: ২/১৭৬)*
✴*বাংলা উচ্চারণ:-*✴ “রদিতু বিল্লাহি রব্বাওঁ ওয়াবিল ইসলামি দ্বীনাওঁ ওয়াবি মুহাম্মাদিন (সা:) নাবিয়্যা, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইঁ-য়ুরদিয়াহু।”
✅*১০)* সকালে এই দুআ পাঠ করা--⤵
*اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُور.ُ*
*(তিরমিযী: ২/১৭৬)*
✳*বাংলা উচ্চারণ:-*✳
“আল্লাহুম্মা বিকা আসবাহনা, ওয়াবিকা আমসাইনা ওয়াবিকা নাহয়া ওয়াবিকা নামূতু ওয়া-ইলাইকান নুশূর।”⏬
ফরজ নামাজের পর জিকির
✅*১১)* সন্ধ্যায় এই দুআ পাঠ করা--⤵
*اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ.*
*(তিরমিযী: ২/১৭৬)*
✴*বাংলা উচ্চারণ:-*✴
“আল্লাহুম্মা বিকা আমসাইনা, ওয়াবিকা আসবাহনা ওয়াবিকা নাহয়া ওয়াবিকা নামূতু ওয়া-ইলাইকান নুশূর।”⏬
✅*১২)* সকাল-সন্ধ্যা এই দুআ পাঠ করা--⤵
*قُلَ اللَّهُمَّ ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ ، أَشْهَدُ أَنْ لاَ إلَهَ إلاَّ أَنْتَ ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنَ الشَّيْطَانِ وَشِرْكِه*
*(তিরমিযী: ২/১৭৬)*
✳*বাংলা উচ্চারণ:-*✳
“কুলিল্লাহুম্মা আলিমাল গাইবি ওয়াশশাহাদাতি, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, রব্বা কুল্লা শাই-ইন ওয়া মালীকাহু, আশহাদু আল্লা- ইলাহা ইল্লা আনতা, আঊযূবিকা মিন শাররি নাফসী ওয়ামিনাশ শায়তানি ওয়া শিরকিহী।”⏬
ফরজ নামাজের পর জিকির
✅*১৩)* সকাল- সন্ধ্যায় এই ইস্তেগফার পাঠ করা--⤵
*اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، وَأَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ.*
*(আবু দাউদ, পৃ. ৬৯১, ইবনে মাযাহ. পৃ. ২৮৬)*
✴*বাংলা উচ্চারণ:-*✴
“আল্লাহুম্মা আনতা রাব্বী লা-ইলাহা ইল্লা আনতা, খদাকতানী ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া’দিকা মাসতাতা’তু, আঊযুবিকা মিন শাররি মা- ছনা’তু, ওয়া আবূউ লাকা বিনি’মাতিকা আলাইয়্যা, ওয়া আবূউ বিজাম্বী, ফাগফিরদী ফা-ইন্নাহু লা য়াগফিরুজ জুনূবা ইল্লা আনতা।”⏬
✅*১৪)* ফযর ও মাগরিবের নামায শেষ করে সাত (০৭) বার এই দুআ পাঠ করা--⤵
*اللَّهُمَّ أَجِرْنِى مِنَ النَّارِ*
*(আবু দাউদ. পৃ. ৬৯৩)*
✳*বাংলা উচ্চারণ:-*✳
"আল্লাহুম্মা আজিরনী মিনান নার"।
ফরজ নামাজের পর জিকির
✅*১৫)* নামায শেষ করে এই দুআ পাঠ করা--⤵
*اللَّهُمَّ اغْفِرْ لِى مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّى أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ.*
*(আবু দাউদ: ১/২১২)*
✴*বাংলা উচ্চারণ:-*✴
“আল্লাহুম্মাগফিরলী মা- কদ্দামতু, ওয়া মা-আখখারতু ওয়া মা- আসরারতু ওয়া মা- আ’লানতু ওয়া মা - আসরাফতু ওয়ামা- আনতা আ’লামু বিহী মিন্নী, আনতাল মুকাদ্দামু ওয়া আনতাল মুআখখারু,লা- ইলাহা ইল্লা আনতা।”⏬
✅*১৬)* প্রতি নামাযের পর আয়াতুল কুরসী (সূরা বাকারা: ২৫৫ নং আয়াত দ্রষ্টব্য) পাঠ করা। *(আমালুল ইয়াউম ওয়াল লাইলাহ: ১/১১০, হাদীস নং-১২৪)*⏬
✅*১৭)* সকাল-সন্ধ্যা তিন (০৩) বার পড়ে, সূরা হাশরের শেষ তিন (০৩) আয়াত পাঠ করা--⤵
*أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيم*ِ
*(মুসনাদে আহমাদ: ৩৩/৪২১, হাদীস নং-২০৩০৬)*
☝আল্লাহ্ তা'আলা আমাদেরকে প্রতি দিন এই আমল গুলো ইস্তেকামতের সাথে আদায় করার তাওফিক দান করেন। আমীন..!🔚
ফরজ নামাজের পর জিকির
0 Comments