দান সাদকা কি শুধু টাকা_দিয়েই_হয়?

      দান সাদকার নিয়ম

দান সাদকার নিয়ম


*দান সাদকা কি শুধু টাকা দিয়েই_হয়*

টাকা ছাড়াও হয়!

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বলেছেন,

🍁" তোমার হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সাদকাস্বরূপ।

🍁" তোমার সৎকাজের আদেশ এবং তোমার অসৎকাজ হতে বিরতো থাকার নির্দেশ তোমার জন্য সাদকাস্বরূপ।"

🍁" পথহারা লোককে পথের সন্ধান দেওয়া তোমার জন্য সাদকাস্বরূপ।"

🍁" স্বল্প দৃষ্টি সম্পন্ন লোককে সঠিক দৃষ্টি দেওয়া তোমার জন্য সাদকাস্বরূপ (অর্থাৎ দৃষ্টিহীনকে পথ দেখানোও সাদকা)"

🍁" পথ হতে পাথর, কাটা ও হাড় সরানো তোমার জন্য সাদকাস্বরূপ।"

🍁" তোমার বালতি দিয়ে পানি তুলে তোমার ভাইয়ের বালতিতে ঢেলে দেওয়া তোমার জন্য সাদকাস্বরূপ।"

(সূনান আত তিরমিজী , হাদিস নম্বর - ১৯৫৬)

🍁" পানি পান করানোর চাইতে বেশি নেকি আর কোনো সদকাতে নেই।"

(বায়হাকী শু'আবুল ঈমান ৩১০৫)⏬

দান সাদকার নিয়ম

আরো হলো✳

🌿একবার সুবহানাল্লাহ বলা একটি সদাকাহ।

🌿একবার আলহামদুলিল্লাহ বলা একটি সাদাকাহ।

🌿একবার আল্লাহু আকবার বলা একটি সদাকাহ।

🌿একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাদাকাহ।

🌿নিজো হাতে লাগানো গাছের পাতা, ফল কোনো প্রাণীতে খাওয়া একটি সাদাকাহ।

🌿কাউকে একটি বোঝা তার বাহনে তুলে দিতে সহযোগিতা করা একটি সদাকাহ।

🌿কাউকে একটি বোঝা তার বাহন থেকে নামাতে সহযোগিতা করা একটি সদাকাহ।

🌿বিবাদমান দু'ব্যক্তির মাঝে সুবিচার করা একটি সাদাকাহ।

🌿একটি উত্তম কথা একটি সাদাকাহ।

🌿সালাতের জন্যে মসজিদের পথে প্রতিটি পদক্ষেপ একটি সদাকাহ।

(সহীহ মুসলিম-৭২০, ১০০৬, ১০০৯, ১৫৫৩, মুসনাদে আহমাদ-২১৪৭৩-৭৪)⏬

☝মহান আল্লাহ সুবহানু ওয়া তা'আলার কতো দয়া! আমাদের নেকীর পাল্লা ভারী, জাহান্নাম থেকে বেঁচে থাকতে ও পরিবার, সমাজ সুন্দর করে গঠন করতে কতো কতো চমৎকার পন্থা আমাদের জানিয়ে দিয়েছেন।

শুধু টাকা-পয়সা দিয়ে নয় বরং আরও অন্য অনেক উপায়েও দান (সদাকা) করা যায়। **আলহামদুলিল্লাহ্!🔚

দান সাদকার নিয়ম

Post a Comment

0 Comments