মাখলুকাত কি ১৮ হাজার?How many creatures are there in the world?

 


⁉*মাখলুকাত কি ১৮ হাজার*⁉*👇🆗👇


✅একটি বহুল প্রচলিতো কথা হলো: ‘‘আঠারো হাজার মাখলুকাত’’, অর্থাৎ এ মহাবিশ্বে সৃষ্টি প্রাণীর জাতি-প্রজাতির সংখ্যা হলো ১৮ হাজার। এ কথাটি একান্তই লোকশ্রুতি ও কোনো কোনো আলিমের মতামত। আল্লাহর অগণিতো সৃষ্টির সংখ্যা কতো লক্ষ বা কতো কোটি সে বিষয়ে কোনো তথ্য কোনো সহীহ বা যয়ীফ হাদীসে বর্ণিতো হয়নি।


☝আল্লাহ '১৮ হাজার মাখলুক' সৃষ্টি করেছেন এটি কোনো হাদিস নয়। বরং এটি মনগড়া কথা। '১৮ হাজার মাখলুক' কথাগুলো দলিলবিহীন ও বানোয়াট। কতো মাখলুক সৃষ্টি করেছেন সেটি মহান আল্লাহ ছাড়া কেউই অবোগতো নন। 

মাখলুকাতের এই নির্দিষ্ট সংখ্যা না কুরআনে আছে, না কোনো সহীহ হাদীসে। বাস্তবতা হলো, আল্লাহ তাআলা অগণিতো মাখলুক সৃষ্টি করেছেন। জলে ও স্থলে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রজাতির মাখলুক আল্লাহর অসীম কুদরতের প্রমাণ। মানুষের জানার বাইরেও রয়েছে অসংখ্য মাখলুক। আল্লাহ তাআলা কতো ধরনের মাখলুক সৃষ্টি করেছেন তার নির্দিষ্ট সংখ্যা সহীহ হাদীসে বলা হয়নি। একটি ‘মুনকার’ বর্ণনায় এর সংখ্যা ‘এক হাজার’ বলা হয়েছে। কিন্তু অনেক মুহাদ্দিস বর্ণনাটিকে মাওযূ বা জাল বলে আখ্যা দিয়েছেন। [আলমাওযূআত, ইবনুল জাওযী: ২/২১৬; আলফাওয়াইদুল মাজমুআ পৃ. ৪৫৮-৪৫৯]


🔰এছাড়া এই সংখ্যা সম্পর্কে কিছু মনীষীর উক্তিও রয়েছে। যেমন, আর আবুল আলিয়ার অনুমান অনুযায়ী চৌদ্দ হাজার কিংবা আঠারো হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই বিভিন্ন সংখ্যা কিছু মনীষীর উক্তিমাত্র, হাদীস নয়, দ্বিতীয়তো তাদের বক্তব্য থেকেও অনুমিতো হয় যে, নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাতে নয়; বরং আধিক্য বোঝাতেই তারা এ সব কথা বলেছেন। তাও আবার অনুমান করে। এই কারণে এর কোনোটিকেই প্রমাণিতো সত্য মনে করার কোনো কারণ নেই; বরং এ বিষয়ে ইবনে কাসীর (রহঃ)-এর কথাটিই মূল কথা, যা তিনি আবুল আলিয়ার পূর্বোক্ত কথাটি পূর্ণভাবে উদ্ধৃত করার পর বলেছেন। 

আর তা হলো,


 هذا كلام غريب يحتاج مثل هذا إلى دليل صحيح 


❇অর্থাৎ এটি এমন একটি আজব কথা, যার জন্য বিশুদ্ধ দলীলের প্রয়োজন রয়েছে। [তাফসীরে ইবনে কাসীর: ১/২৬]


❇অতঃএব, আঠারো হাজার নয়; বরং বলা উচিত যে, আল্লাহ তাআলা অসংখ্য-অগণিতো মাখলুক সৃষ্টি করেছেন, যা আমরা গুণে ও হিসাব করে শেষ করতে পারবো না। আল্লাহ অধিক ভালো জানেন।


আল্লাহর বানীঃ◀


☝মহান আল্লাহ বলেছেনঃ 

"যদি তোমরা আল্লাহর সৃষ্টি নেয়ামত (তথা মাখলুক) গণনা করো তবে গুনে গুনে শেষ করতে পারবে না।"[সুরা ইবরাহীম; আয়াত: ১৪:৩৪ এবং সুরা নাহল; আয়াত: ১৬:১৮]


📗মহান আল্লাহ আরো বলেছেনঃ "আমার সৃষ্টি (বিশ্ব জগতে)  এমন অনেক কিছুই আছে "যা" তোমরা জানোনা। " [সুরা নাহল; আয়াত: ১৬:০৮]


❇উল্লেখ্য যে মানুষ শ্রেষ্ঠ একথা সঠিক! কেনোনা এ কথা পবিত্র কুর'আনেই উল্লেখ করা হয়েছে অর্থাৎ "আল্লাহ আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন।" [সুরা বনি ইসরাইল; আয়াত: ১৭:৭০]


❇️কিন্তু মাত্র ১৮ হাজার মাখলুকাত এটা কিভাবে হতে পারে? নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগান! যেখানে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির পশু পাখি, কীট-পতঙ্গ, উদ্ভিদ, সমুদ্রের নীচে কোটি কোটি প্রজাপতির মাছ! রাতের আকাশে খালি চোখে ১০০ কোটিরও বেশী "তারকা" বিদ্যমান দেখতে পাচ্ছি! সেখানে মাত্র ১৮ হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন? এটা কি মহান আল্লাহ ও তার সৃষ্টির সংখ্যার অবোমাননা নয়? আর এটাই কি সৃষ্টি হয়ে স্রষ্টার প্রতি ধারণা? সে জন্যেই মহান আল্লাহ বলেছেনঃ "তারা (অজ্ঞ মানুষেরা) মহান আল্লাহকে যথাযথো নিরুপন করতে পারেনি! (অজ্ঞরা বোঝেইনি, যে আল্লাহ কি? আর তার ক্ষমতা কতো বিশাল)?" [সুরা আল-যুমার, আয়াত: ৩৯: ৬৭]🔚

Post a Comment

0 Comments