⁉*খাতনা করার উপকারিতা*⁉**👇🆗👇
🌙মুসলমানদের জন্য খাতনা করা সুন্নাত। এই সুন্দর আদর্শ অন্য কোনো ধর্মে নেই। ইসলামের প্রতিটি অনুশাসনই সকল অনুশাসনই সকল অকল্যাণ থেকে মানুষকে রক্ষা করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এবার খাতনার পর্যালোচনা করবো ইনশাআল্লাহ⏬
💉ডাক্তার ওয়াচার খাতনা সম্পর্কে গবেষণায় উল্লেখ করেছেন যে,
✳(১) যাদের খাতনা করা হয় তারা লজ্জাস্থানের ক্যান্সার থেকে নিরাপদ থাকেন।
✴(২) যদি খাতনা না করা হয় তাহলে প্রস্রাবে বাঁধা, মূত্রথলিতে পাথরী হওয়ার সম্ভবনা থাকে। অনেকে খাতনা না করার কারণে বৃক্কে (কিডনী) পাথরী রোগে আক্রান্ত হয়। বিটেনের ‘লনেষ্ট’ নামক প্রসিদ্ধ ম্যাগাজিনের ১৯৮৯ সংখ্যায় বলা হয় যে, জন্মের পরেই শিশুদের খাতনা করানো হলে মূত্রনালীর প্রদাহ ৯০ শতাংশ হ্রাষ পায়। সম্প্রতি পশ্চিমা বিজ্ঞানীওরা এইডস রোগের সর্বোত্তম প্রতিষেধক আবিষ্কার করেছেন। আর এই প্রতিষেধক হলো পুরুষের ত্বকচ্ছেদ করা, যাকে ইসলামের পরিভাষায় খাতনা বলে।🔚
0 Comments