মসজিদের ভিতর দুনিয়াবী কথাবার্তা বলা যাবে কি।Provision for speaking in the mosque.

 *মসজিদের ভিতর মোবাইলে দুনিয়াবী কথাবার্তা বলা যাবে কি*

মসজিদের ভিতর মোবাইলে দুনিয়াবী কথাবার্তা বলা যাবে


🕌মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা। নামাজ, তিলাওয়াত, জিকির, তালীম প্রভৃতি ইবাদতের জন্যই মসজিদের সৃষ্টি। এখানে অন্য ইবাদতকারীর ক্ষতি করে বৈধ কথাবার্তা বলাও নাজায়েয। তাই মসজিদে অবস্থানকালে সরাসরি কিংবা মোবাইলে অপ্রয়োজনীয় কথাবার্তা না বলাই উচিত। মসজিদকে দুনিয়াবী কথাবার্তা ও কাজকর্মের স্থান বানানো অথবা এ উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়া মারাত্মক পাপ। কারো মতে মাকরূহে তাহরীমি, কারো মতে হারাম। অবশ্য ইবাদতের উদ্দেশ্যে এসে অন্য ইবাদতকারীর ক্ষতি না করে সরাসরি বা মোবাইলে ভালো-মন্দ জিজ্ঞেস করা বা প্রয়োজনীয় কোনো কথা বলা দোষণীয়ো নয়। [ফতোয়ায়ে হিন্দিয়া, খণ্ডঃ ৫, পৃষ্ঠানঃ ৩২১,)

মসজিদের ভিতর কথা বলা যাবে কি

🕌*মসজিদে এতেকাফ অবস্থায় মোবাইল ব্যবহার না করাই ভালো*

 দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে নিমগ্ন থেকে তার প্রিয়পাত্র হওয়ার উদ্দেশ্যেই ইতিকাফ করা হয়। তাই ইতিকাফকারীর জন্য পূর্ণ সময় অর্থাৎ খানাপিনা, ঘুম ও ইস্তেঞ্জার সময়টুকু বাদ দিয়ে বাকী সময় নামাজ, জিকির, তিলাওয়াত ইত্যাদি ইবাদতে মশগুল থাকাই কাম্য।

মসজিদ 

❇সুতরাং খুব বেশি প্রয়োজন না হলে এতেকাফ অবস্থায় মোবাইল ব্যবহার না করাই ভালো। তবে একান্ত ঠেকায় পড়ে প্রয়োজনীয় কথা বলার জন্য মোবাইল যদি ব্যবহার করতেই হয় তাহলে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যাতে অন্য কোনো মুসল্লি বা ইবাদতকারীর ক্ষতি না হয়। মোটকথা এতেকাফ অবস্থায় মোবাইলে প্রয়োজনীয় কথাবার্তা বলার অবকাশ আছে। [আল বাহর্রু রায়েক, খণ্ডঃ ২, পৃষ্ঠাঃ ৩০৪ ফাতাওয়া তাতারখানিয়া, খণ্ডঃ ২, পৃষ্ঠাঃ ৪১২]🔚

মসজিদের ভিতর মোবাইলে দুনিয়াবী কথাবার্তা বলা যাবে 

আরও দেখুন :

Post a Comment

0 Comments