*কোথায় কখন কি বলবেন আসুন জেনে নিই*⬇
👉পথে কোনো মুসলিম ভাইয়ের সাথে দেখা হলেঃ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
✳অর্থ -আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি ও বরকত অবোতীর্ণ হোক।
👉মুসলিম ভাইয়ের সালামের উত্তরেঃ ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ
ইসলামিক কুইজ
✴অর্থ -আপনার উপরও অনুরুপ রহমত হক।
👉 কোনো মুসলিম ভাইয়ের সাথে মুসাফাহাঃ ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম
✳অর্থ -আল্লাহ আমাদের ও আপনাদের ক্ষমা করুন।
👉কোনো কিছু কাজ আরম্ভ করার পূর্বেঃ বিসমিল্লাহ্
✴অর্থ -আল্লাহর নামে শুরু
এতে সেই কাজ সম্পুর্ন হয়।
ইসলামিক কুইজ
👉কোনো কিছু কাজ ভবিষৎ করার আশা প্রকাশেঃ ইনশা-আল্লাহ্
✳অর্থ -আল্লাহ চাইলে হবে।
👉কোনো মহিমা বা বিস্ময়কর বিষয় দেখলেঃ সুবহানআল্লাহ্
ইসলামিক কুইজ
✴অর্থ – কতো সুন্দর আল্লাহ! যার সৃষ্টিতে
কোনো ভুল নেই, নিখুঁত সৃষ্টিকারী!
👉আনন্দ উল্লাসের বিষয় উপস্থিত হলেঃ মারহাবা
✳অর্থ –কিচমৎকার হয়েছে!!!
👉কোনো কাজ সম্পুর্ণ
হলেঃ মাশাআল্লাহ্
ইসলামিক কুইজ
✴অর্থ -আল্লাহ যা চাইছেন তাই
হয়েছে।
👉প্রশংসার বহিঃপ্রকাশঃ আল-হামদুলিল্লাহ।
✳অর্থ -সকল প্রশংসা আল্লাহর জন্য।
👉রাগান্বিতো হলেঃ আউযুবিল্লাহ।
✴অর্থ -শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।
ইসলামিক কুইজ
👉ধন্যবাদ জ্ঞাপনেঃ যাজাকাল্লাহু খায়রান।
✳অর্থ –আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
👉শত্রুকে জয় বা পরাস্ত করতেঃ আল্লাহু আকবার।
ইসলামিক কুইজ
✴অর্থ —আল্লাহ সবচেয়ে বড়়ো।
👉সাক্ষ্য বা শপথ নেওয়ার সময়ঃ কসম আল্লাহর নামে,
✳অর্থ –তোমার ও আমার মাঝে আল্লাহ সাক্ষী রইলো।
👉হাঁচি দেওয়ার পরঃ আলহামদু লিল্লাহ্
ইসলামিক কুইজ
✴অর্থ -সকল প্রশংসা আল্লাহর জন্য।⏬
👉অন্য কেউ হাঁচি দিলেঃ ইয়ার হামুকাল্লাহ্।
✳অর্থ -আল্লাহ তোমার উপর রহম করুন।
👉জিজ্ঞাসার জবাবেঃ আলহামদু লিল্লাহ্।
✴অর্থ -সকল অবস্থায় প্রশংসা আল্লাহর জন্য।
👉গুনার অনুশোচনায়ঃ আসতাগফিরুল্লাহ্।
✳অর্থ -আল্লাহর দিকে ফিরে আসছি।
👉পরপোকার করার সময়ঃ ফি সাবিলিল্লাহ্
✴অর্থঃ সব কিছুই আল্লাহর জন্য।
👉কাউকে ভালোবাসলেঃ লিহুব্বিল্লাহ্
ইসলামিক কুইজ
✳অর্থ -আল্লাহর জন্যই তোমাকে ভালোবাসি।
👉কারো শুভ কামনায়ঃ মোবারকবাদ।
✴অর্থ —আল্লাহ তোমার জীবন সুন্দর করুন!!!!
👉বিদায়ের সময়ঃ ফিআমানিল্লাহ্।
✳অর্থ –তোমার হেফাযতে
যেনো আল্লাহই যতেষ্ট হন।
ইসলামিক কুইজ
👉সমস্যা দেখা দিলেঃ তাওয়াক্কালতু আলাল্লাহ।
✴অর্থ -এ সমস্যায় একমাত্র আল্লাহর উপর ভরসা করছি।
👉অপ্রীতিকর কিছু দেখলেঃ নাওযুবিল্লাহ্
✳অর্থ -হে আল্লাহ আমার এই অবস্থা হওয়া থেকে রক্ষা করুন।
👉আনন্দদায়ক নতুন কিছু এসে গেলেঃ ফাতাবারাকাল্লাহ
✴অর্থ –কতো সুন্দর বরকতময় আমাদের
আল্লাহ।
👉ঘুমথেকে জাগ্রত হওয়ার পরঃ আলহামদু লিল্লাহ
✳অর্থ –এতোক্ষন আমি মরা ছিলাম এখন তিনিই আমার জীবন আবার ফিরে দিলেন তাই। সকল অবস্থায় প্রশংসা আল্লাহর জন্য।
👉কষ্ট যন্ত্রণা ও মৃত্যুভয়
উপস্থিত হলেঃ লা-ইলাহা-ইল্লাল্লাহ।
✴অর্থ -হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ দয়ালু নেই।
ইসলামিক কুইজ
👉মৃত্যু সংবাদ শুনলেঃ ইন্নালিল্লাহি-ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।
✳️অর্থ –আমরা সবাই আল্লাহর জন্য তার কাছেই ফিরে যাব!!!
☝আল্লাহ তায়ালা আমাদের
সবাইকে সুন্নাত মোতাবিক চলার তৌফিক দান করুন..🔚
ইসলামিক কুইজ
0 Comments