আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে
*১৭ শ্রেণীর ব্যক্তি আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ*⬇
✅১) হজরত আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ)-কে জিজ্ঞেস করা হলো, 'শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষ কে?' রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, 'মানুষের মধ্যে আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ওই ব্যক্তি, যে আল্লাহকে বেশি ভয় করে।' (বুখারি, হা. : ৪৬৮৯)
✅২) মহান আল্লাহ ইরশাদ করেন, 'তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ওই ব্যক্তি, যে অধিক আল্লাহ ভীরু হয়।'
(সুরা : হুজুরাত, আয়াত : ১৩)
✅৩) হজরত ওসমান (রাঃ) সূত্রে বর্ণিতো, নবী করিম (সাঃ) ইরশাদ করেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি- যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে তা শিক্ষা দেয়।' (বুখারি, হা. : ৫০২৭)
আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে
✅৪) হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) সূত্রে বর্ণিতো, তিনি বলেন, 'রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।'
(বুখারি, হা. : ৩৫৫৯)
✅৫) হজরত আবু হুরাইরা (রাঃ) সূত্রে বর্ণিতো, একদা রাসুলুল্লাহ (সাঃ) সাহাবায়ে কেরামের একদলের মধ্যে উপবিষ্ট অবস্থায় বললেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিটি কে, আমি কি তা তোমাদের বলবো?' সাহাবায়ে কেরাম নিশ্চুপ রইলেন। রাসুলুল্লাহ (সাঃ) এ কথা তিনবার বললেন। অতঃপর জনৈক সাহাবি আরজ করলেন, 'অবশ্যই বলুন, হে আল্লাহর রাসুল।' রাসুলুল্লাহ (সাঃ) বললেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যার থেকে সবাই মঙ্গলের আশা করে এবং তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে। আর তোমাদের মধ্যে নিকৃষ্টতমো ব্যক্তি হলো যার থেকে মঙ্গলের আশা করা যায় না এবং তার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ নয়।' (তিরমিজি, হা. : ২২৬৩)
✅৬) হজরত আবু হুরাইরা (রাঃ) সূত্রে বর্ণিতো, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজো পাওনাদারের পাওনা উত্তমভাবে আদায় করে। '(বুখারি, হা. : ২৩০৫)
আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে
✅৭) হজরত আবু সাঈদ খুদরি (রাঃ) সূত্রে বর্ণিতো, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ)-কে জিজ্ঞাসা করা হলো, 'হে আল্লাহর রাসুল! সর্বোত্তম মানুষ কে?' রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, 'ওই মুমিন, যে নিজো জান-মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করে।'
(বুখারি, হা. : ২৭৮৬)
✅৮) হজরত আয়েশা (রাঃ) সূত্রে বর্ণিতো, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজের পরিবারের কাছে ভালো।' (তিরমিজি, হা. : ৩৮৯৫)
আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে
✅৯) হজরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) সূত্রে বর্ণিতো, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে নিজের স্ত্রীর কাছে ভালো।'
(ইবনে মাজাহ, হা. : ১৯৭৮)
✅১০) হজরত আসমা বিনতে ইয়াজিদ (রাঃ) সূত্রে বর্ণিতো, তিনি রাসুলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছেন : 'তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।' (ইবনে মাজাহ, হা. : ৪১১৯)
✅১১) হজরত আবু সাঈদ খুদরি (রাঃ) সূত্রে বর্ণিতো, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ)-কে জিজ্ঞাসা করা হলো, 'হে আল্লাহর রাসুল! শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষ কে?' রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, 'শ্রেষ্ঠতমো মানুষ ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করে।'(শুআবুল ইমান, হা. : ৫৮৩)
আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে
✅১২) হজরত আবু বকর (রাঃ) সূত্রে বর্ণিতো, জনৈক সাহাবি আরজ করেন, 'হে আল্লাহর রাসুল! সর্বোত্তম মানুষ কে?' রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, 'যার বয়স দীর্ঘ হবে এবং আমল ভালো হবে।' (তিরমিজি, হা. : ২৩৩০)
আল্লাহর নিকট কে সর্বশ্রেষ্ঠ
✅১৩) হজরত ইবনে মাসউদ (রাঃ) সূত্রে বর্ণিতো, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) আমাকে বলেছেন, 'তুমি কি জানো সর্বোত্তম মানুষ কে?' আমি বললাম, 'আল্লাহ ও তাঁর রাসুল অধিক জ্ঞানী।' রাসুলুল্লাহ (সাঃ) বললেন, 'সর্বোত্তম মানুষ হলো যে দীনের সঠিক বুঝ রেখে ভালো আমল করে থাকে।'
(মুস্তাদরাকে হাকেম, হা. : ৩৭৯০)
✅১৪) হজরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ)-এর নিকট আরজ করা হলো, 'হে আল্লাহর রাসুল! সর্বোত্তম মানুষ কে?' রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, 'প্রত্যেক ওই ব্যক্তি, যার অন্তর পাপমুক্ত, পরিষ্কার, কারো প্রতি কোনো আক্রোশ ও বিদ্বেষ নেই এবং যে সত্যবাদী হয়।' (ইবনে মাজাহ, হা. : ৪২১৬)
আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ কে
✅১৫) হজরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) সূত্রে বর্ণিতো, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই গুনাহগার, যে অধিক তাওবা করে থাকে। (শুআবুল ইমান, হা. : ৬৭১৯)
✅১৬) হজরত সুরাকা ইবনে মালিক (রাঃ) সূত্রে বর্ণিতো : একদা রাসুলুল্লাহ (সাঃ) খুতবা প্রদানকালে ইরশাদ করেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে অন্যের ওপর অত্যাচার করা ছাড়া নিজো পরিবার ও আত্মীয়স্বজন থেকে সব অনিষ্ট দূর করে।'
(আবু দাউদ, হা. : ৫১২০)
✅১৭) হজরত আবু সাঈদ (রাঃ) সূত্রে বর্ণিতো : একবার আমরা রাসুলুল্লাহ (সাঃ)-এর ঘরের পাশে বসা ছিলাম, তখন রাসুলুল্লাহ (সাঃ) বের হয়ে ইরশাদ করেন, 'আমি কি বলবো, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ কে?' সাহাবায়ে কেরাম আরজ করলেন, 'হ্যাঁ, হে আল্লাহর রাসুল!' রাসুলুল্লাহ (সাঃ) বলেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো যে প্রতিশ্রুতি পূরণে অধিক প্রতিজ্ঞাবদ্ধ।' (মুসনাদে আব ইয়ালা, হা. : ১০৫২)🔚
আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে
0 Comments